হাবিব-উন-নবী খান সোহেল আটক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী আক্তারুজ্জামান বাচ্চু।
ব্যক্তিগত সহকারী আরো জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সোহেল। পথে মালিবাগ থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তবে এ বিষয়ে ডিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল খালেদা জিয়া সিলেট সফরে যাওয়ার পথে তাঁকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় গুলির ঘটনাও ঘটে। আটকও করা হয় বেশ কয়েকজনকে।