হাজারীবাগে কিশোর হত্যা : ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/18/photo-1439869475.jpg)
রাজধানীতে র্যাব-২-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহত হয়েছেন। আরজু হাজারীবাগে কিশোর হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
urgentPhoto
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল হাজারীবাগের গণকটুলি এলাকায় মোবাইল চুরির অভিযোগ এনে রাজা (১৬) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়। হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াসহ কয়েকজন রাজাকে বাসা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন রাজার ফুফু রত্না বেগম। এ ঘটনায় সোমবার তিনজনকে আটক করে পুলিশ।
সম্প্রতি চুরির অভিযোগ এনে সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন ও বরগুনায় রবিউল নামের দুই শিশুকে হত্যা করা হয়। খুলনায় কাজ ছেড়ে দেওয়ায় নৃশংসভাবে খুন করা হয় শিশু রাকিবকে।