নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রবীর সিকদারকে গ্রেপ্তার : তথ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/18/photo-1439887219.jpg)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবু তাঁকে গ্রেপ্তার করার ঘটনা দুঃখজনক। তিনি যাতে আইনি সুরক্ষা পান, সে জন্য তথ্য মন্ত্রণালয় সজাগ থাকবে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
দেশে আগাম ও মধ্যবর্তী নির্বাচনের কোনো কারণ বা প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, বিভিন্ন মহল সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন। নির্বাচনে সবার অংশগ্রহণ কথাটাই একটি মতলববাজি কথা। পুরাতন ধাঁচের নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি মূর্খতা। এ দাবির ভেতরেই ষড়যন্ত্র ও চক্রান্ত লুকায়িত রয়েছে।
গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদারকে আটক করে। রাজধানীর ইন্দিরা রোডের অনলাইন পত্রিকার কার্যালয় থেকে আটকের পর তাঁকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফরিদপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) স্বপন পাল তথ্যপ্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে রোববার কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ সালের (সংশোধিত-২০১৩)-এর ৫৭(১) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তিনি (স্বপন পাল) সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন। ওই মামলায় আজ মঙ্গলবার প্রবীর সিকদারকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় প্রবীর সিকদারের পক্ষে তাঁর আইনজীবী আলী আশরাফ নান্নু রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।