রায়ের পর খুলনায় বিএনপির বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পরপর আজ বৃহস্পতিবার খুলনা মহানগরে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
একটি মিছিল আদালত এলাকা থেকে বের হয়ে খুলনা থানার সামনে দিয়ে বিএনপি অফিসের সামনে যাওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয় ।
একই সময় কেডিঘোষ রোডে বিএনপি কার্যালয় থেকে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করেন নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে তাঁরা বিএনপি অফিসের ফটকের সামনেই বসে পড়েন। পুলিশ এই সময় ঘটনাস্থল থেকে কৌশলে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলামসহ চারজনকে আটক করে নিয়ে যায়।
তার আগে বিএনপির অফিসে আসার মুহূর্তে মহানগর বিএনপির সহসভাপতি সাহরুজ্জামান মোর্তজা, সহদপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চলসহ নগরীর একাধিক স্থান থেকে ১৫ জনকে আটক করে পুলিশ।
নগরীতে সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দূরপাল্লাসহ বেশির ভাগ বাস ও প্রাইভেট কার চলাচল বন্ধ রয়েছে। নগরীর দোকানপাট বন্ধ ছিল।