চাঁদপুরে বিএনপির তিন নেতা কারাগারে

চাঁদপুরে ট্রাকে পেট্রলবোমা মেরে তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ ফরিদ আহমদ মানিকসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইম বিল্লাহর আদালত আসামিপক্ষের করা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
এ বিষয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম ও অ্যাডভোকেট মন্টু জানান, পেট্রলবোমা মেরে তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির এ তিন নেতা আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৮ মার্চ রাতে চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকে পেট্রলবোমা মেরে তিনজনকে হত্যার ঘটনায় সদর মডেল থানায় তাঁদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।