মা-বাবার কাছে ফিরতে চায় শিশু রাব্বি

পথ হারিয়ে রাব্বি নামের সাত-আট বছর বয়সী এক শিশু এখন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আছে। গত ১৪ আগস্ট আক্কেলপুর পৌর এলাকার প্রাণিসম্পদ কার্যালয়ের মোড়ে দাঁড়িয়ে কাঁদছিল রাব্বি। নিজের নাম জানিয়ে সে বাবা ইয়াসিন ও মা আম্বিয়ার নাম জানিয়েছে। আর ঠিকানা জানিয়েছে রাজধানীর মহাখালী। এর বাইরে আর কিছুই জানাতে পারছে না সে।
রাব্বি এখন আক্কেলপুল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক মহসিন আলীর হেফাজতে আছে। মা-বাবার জন্য কান্নাকাটি করে যাচ্ছে।
মহসিন আলী জানান, রাব্বি কেবল নিজের নাম, বাবার নাম ইয়াসিন ও মায়ের নাম আম্বিয়া, তাদের বাড়ি মহাখালী-_এ ছাড়া আর কোনো তথ্যই দিতে পারছে না। ওকে জিজ্ঞাসা করে যতটুকু জানা গেছে তা হচ্ছে, কয়েক দিন আগে মহাখালী থেকে একটি কালো রঙের বাসে ওঠে বসেছিল। এরপর বাস থেকে সে কোথায় নেমেছে, কেমন করে আক্কেলপুরে এসে পৌঁছেছে, তার কিছুই সে বলতে পারে না।
মহসিন আরো জানান, শিশুটি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে। গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট করে ছাঁটা। বাম হাতের কনুইয়ে ঘা রয়েছে । তার পরনে রয়েছে জিন্সের প্যান্ট ও শার্ট।
রাব্বির বিষয়টি আক্কেলপুর থানায় জানিয়েছে মহসিন। পরে সাংবাদিকদের সহযোগিতায় গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট থানা ও ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারকে জানানো হয়।