মারা গেছেন খুলনা সিটির সাবেক কাউন্সিলর মুক্তা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে নগরীর দক্ষিণ টুটপাড়ার জিন্নাহপাড়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬০ বছর বয়সী এই নেতা। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার জোহরের নামাজের পরে জিন্নাহপাড়ার হাজি আবদুল মালেক ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে মোহাম্মদ হোসেন মুক্তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে স্থানীয় জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।
খুলনা সিটি করপোরেশনের নথি থেকে জানা যায়, মোহাম্মদ হোসেন মুক্তা ১৯৯৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটানা ১৩ বছর (তিনবার) ৩১ নম্বর ওয়ার্ডের কমিশনার ও পরে কাউন্সিলর নির্বাচিত হন। রেকর্ড অনুযায়ী তিনি ১৯৯৪ সালের ৪ এপ্রিল থেকে ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
কেসিসি ৩১ নম্বর ওয়ার্ডের সচিব মো. হাফিজুর রহমান জানান, সাবেক কাউন্সিলর মুক্তা ডায়াবেটিস ও হাঁপানিজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে রক্তচাপ কমে গেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।