বঙ্গবন্ধুকে শুধু আ. লীগের মধ্যে রেখে অপরাধই করেছি : আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু আওয়ামী লীগের মধ্যে রেখে আমরা অপরাধই করেছি। সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালনের আহ্বানে অনেকে সাড়া দিয়েছে। আগামীতে আমরা আরো সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালন করতে পারব।’
আজ বুধবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
আগামীতে জাতীয় শোক দিবস আরো সার্বজনীনভাবে পালিত হবে আশাবাদ ব্যক্ত করে জনপ্রশাসন বিষয়কমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, তিনি পুরো জাতির পিতা। আমরা বঙ্গবন্ধুকে কোটরির মধ্যে বন্ধ করে রাখলে তিনি জাতির পিতা থাকেন না।’
জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন না করার জন্য খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছিলাম। বলেছিলাম ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করে ১৬ আগস্ট বা তার পরের দিন আপনার জন্মদিন পালন করুন আমাদের আপত্তি নেই।’
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের মহাসচিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপউপাচার্য প্রকৌশলী মো. হাবিবুর রহমান।