চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন মামলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলায় গণপিটুনি দিয়ে চারজনকে হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতেই ঘটনার পর পুলিশ বাদী হয়ে গোমস্তাপুর থানায় এসব মামলা করে। মামলায় নিহত চার ডাকাতসহ অজ্ঞাত গ্রামবাসীদের আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, বুধবার রাতে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার কর্ণখালী মিজাপুর গ্রামের গোলাম রাব্বানী (৩০), ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামের আলমগীর হোসেন (৩০), সোহেল (৩২) এবং আতর আলী (৩২)।
ওসি দাবি করেন, নিহতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। এদের মধ্যে রাব্বানীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।
এদিকে বিকেল ৩টার দিকে চারজনের লাশ ময়না দন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে গোমস্তাপুর-ভোলাহাট সড়কের মকরমপুর ব্রিজের কাছে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী চার ডাকাতকে ধরে ফেলে। এ সময় তারা ওই চারজনকে গণপিটুনি দেয়।
এতে রাব্বানী নামের একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনের দুজন হাসপাতালে নেওয়ার পথে এবং একজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।