বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক সেনাসদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিলাবদুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক ওই গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, নাজমুল বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুতের তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।