যশোরে প্রথম তথ্য অধিকার ক্যাম্প শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/22/photo-1440247777.jpg)
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নে শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে দেশের প্রথম তথ্য অধিকার ক্যাম্প শুরু হয়েছে। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক আজ শনিবার সকালে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও জাগ্রত নাগরিক কমিটি আয়োজিত এই ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ক্যাম্পে সিংহঝুলী ইউনিয়নের ৩০ জন সুবিধাবঞ্চিত নারী-পুরুষ অংশ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক সাংবাদিকদের বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ঈদুল আজহার পর দেশের প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালানো হবে।
তথ্য অধিকার আইন প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার বলেন, মাত্র ছয় বছরের একটা আইনের সাফল্য ব্যর্থতা নির্ণয় করা যাবে না। তবে তিনি বলেন, আশা ও উৎসাহের কথা হলো আইনটা সঠিক পথে পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।