মেহেরপুরে ২ কেজি গানপাউডার জব্দ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের একটি ঘর থেকে আজ শনিবার দুই কেজি গানপাউডার জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই ঘর থেকে আবদুল মান্নান নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
আবদুল মান্নানের বিরুদ্ধে মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি ও গাড়ি পোড়ানোর ঘটনার চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে মান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের খাটের নিচ থেকে পলিথিন ব্যাগভর্তি দুই কেজি গানপাউডার জব্দ করা হয়। গানপাউডার রাখার অপরাধে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গানপাউডার কেন রাখা হয়েছে এবং এর সঙ্গে আরো কারা জড়িত তা জিজ্ঞাসাবাদে বের করার চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া গানপাউডার দিয়ে বিপুলসংখ্যক বোমা তৈরি করা সম্ভব ছিল বলে জানান এসআই জালাল উদ্দীন।
এদিকে র্যাব জানায়, তাদের একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার করমদি গ্রামের সড়কে টহল দিচ্ছিল। এ সময় গ্রামের বহুলপাড়ার সড়কের ওপর কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখতে পান র্যাব সদস্যরা। চ্যালেঞ্জ করলে তাঁরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গাঁজা জব্দ করা হয়। তবে এ ঘটনার সঙ্গে কাউকে আটক করা যায়নি।