চাঁদপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকা থেকে কোহিনূর বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
কোহিনূরের স্বামী সৌদিপ্রবাসী আবদুল মান্নান। দুই সপ্তাহ আগে তিনি দেশে আসেন। তাঁদের রিপন, শিপন ও তানজিল নামের তিন সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের সময় বাসায় কেউ ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন জানান, রহমতপুর আবাসিক কলোনির ভূঁইয়াবাড়ির জনৈক নয়ন বেগমের মালিকানাধীন একতলা পাকা ভবনের একটি ফ্ল্যাটে গলাকেটে কোহিনূর বেগমকে হত্যা করা হয়। ঘরের উত্তর-পশ্চিম কোণের কক্ষের খাটের নিচে কোহিনূরের লাশ ফেলে রাখা ছিল। তাঁর মুখে চাদর মুড়িয়ে রাখা হয়। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
ওসি আরো বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।