প্রাইভেটকারে দুই যাত্রীর হাত-পা বেঁধে মুক্তিপণ আদায়, ৪ জনকে গণধোলাই

ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারে দুই যাত্রীর হাত-পা বেঁধে নগদ টাকা ও মোবাইলফোন লুট এবং মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল শুক্রবার (৯ মে) ধামরাইয়ের চাওনা গ্রামে ঘটনাটি ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চক্রের চার সদস্য হলেন-কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলাকার মো. জয়নাল, সাভার পৌরসভার গেন্ডা এলাকার মো. মোশারফ হোসেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের মেহেদী হাসানে এবং সাভারের আমিনবাজারের আব্দুল আজিজ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন রফিকুল ও টুটুল মিয়া। এসময় একটি প্রাইভেটকার গন্তব্যস্থল জানতে চায়। পরে তারা ভাড়া মিটিয়ে প্রাইভেটকারে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
আশুলিয়ার জিরানীবাজার পৌঁছামাত্র যাত্রীবেশে থাকা অপর তিনজন ভুক্তভোগীদের হাত-পা ও চোখ বেঁধে ব্যাপক মারধর করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ পাঠাতে বলে এবং মুক্তিপণ আদায়ের জন্য তাদের প্রাইভেটকারে বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে।
মুক্তিপণ আদায় শেষে তাদেরকে ধামরাইয়ের চাওনা গ্রামের সুমনের দোকানের সামনে নামিয়ে দেয়। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
প্রাইভেটকার আটক করে ভেতরে থাকা অপহরণকারী চক্রের চার সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা এবং প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়। ভুক্তভোগীদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।