ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন মোল্লা জানান, আজ সকালে ফুলপুর উপজেলার হরিরামপুরে ময়মনসিংহ-শেরপুর সড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় আমীর হোসেন (৬৫) নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হন। তাঁর বাড়ি হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের পূর্বসুমনিয়া পাড়া গ্রামে। তিনি মোটরসাইকেলে করে শেরপুর যাচ্ছিলেন।
অন্যদিকে দুপুরে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার কাকনীতে ট্রাকচাপায় জামির উদ্দিন (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি তারাকান্দা উপজেলার বাগুন্দা গ্রামে। তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে তারাকান্দা হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ফুলপুরগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়।