বাড়ির সামনেই শিশু সামিউলকে চাপা দিল ইটবোঝাই ট্রলি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় নিজের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল দুই বছরের শিশু সামিউল। হঠাৎ ইটবোঝাই একটি ট্রলি এসে চাপা দেয় তাকে। আর এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সামিউল পুলপাড়া এলাকার বাসিন্দা সানাউল হকের ছেলে।
সামিউলের বাবা সানাউল হক জানান, আজ সকালে বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিল শিশুটি। এ সময় ইট বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর পরই স্থানীয়রা ট্রলিটি আটক করলেও এর চালক পালিয়ে যান। তবে চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।