স্ত্রী আখতারার পাশে নজরুলকে দাফন

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে স্ত্রী আখতারা বেগমের পাশে দাফন করা হয়েছে। রাজশাহীতে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ দাফন করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, ভোর ৬টায় লাশবাহী এ্যাম্বুলেন্সে করে নজরুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজায় স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এরপর নজরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীর উপশহরের বাসায়। সেখানে জুমার পর দ্বিতীয় জানাজা শেষে স্ত্রী আখতারা বেগমের পাশেই তাঁকে সমাহিত করার কথা রয়েছে।
এর আগে সোমবার বিকেলে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত রাজশাহীর পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে আনা হয় আখতারা বেগমের মরদেহ। ওই সময় নজরুল ইসলামের মরদেহ শনাক্ত নিয়ে জটিলতা দেখা দিয়েছিল।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার বিমান। এ সময় ক্রু, যাত্রীসহ মোট ৭১ আরোহী ছিলেন বিমানে। তাঁদের মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।