কৃষককে হত্যার পর আরেকজনকে ব্ল্যাকমেইল, দুজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কৃষক আবদুর রশিদ হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন মো. নান্নু মিয়া ও মো. শাহিন মিয়া। মামলায় অপর দুই আসামি মফিজুল ইসলাম ও কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ মে আসামিরা জেলার হরিণাকুণ্ডু উপজেলার সুড়া গ্রামের কৃষক আবদুর রশিদকে অপহরণের পর হত্যা করা হয়। ওই রাতেই পাশের আদর্শ আন্দুলিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখেন তাঁরা। এরপর আমিরুল ইসলামকে ফোন দিয়ে পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই আবদুর রশিদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের চাচা আবদুল গনি মোল্লা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা করেন।
পরে ২০১২ সালের ২২ নভেম্বর চারজনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এরপর সব সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।