‘সুন্দরবনে কাউকে দস্যুতা করতে দেব না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সুন্দরবনে কাউকে আমরা দস্যুতা করতে দেব না।’ তিনি আরো বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস, দস্যুতা বাংলাদেশে আর করতে দেব না।’ তিন বনদস্যু বাহিনীর ২৭ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে।
রোববার বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৭টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার ৮১ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে ওই ২৭ জন আত্মসমর্পণ করে। আত্মসমর্পনকারী বাহিনী তিনটি হলো, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনী, ছোট সুমন বাহিনী ও মেহেদী হাসান ওরফে ডন বাহিনী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। কোনো অবস্থাতে এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।’
এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘যাঁরা সারা দেশে ইয়াবা ছড়িয়ে দিয়েছেন তাঁদের নাম-ঠিকানা আমরা পেয়ে গেছি। আমি ঘোষণা দিয়ে বলতে চাই, আপনারা যদি আপনাদের কাজটি বন্ধ না করেন তাহলে আপনাদের পরিণতি কী হবে তা খুব শিগগিরই দেখতে পাবেন।’
র্যাব ৬-এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পন অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপী বড়াল, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র্যাব ৮-এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সময় র্যাব ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।