খুলনায় সড়ক সংস্কারের দাবিতে ধর্মঘট চলছে

খুলনার হাইওয়েগুলো মেরামতের দাবিতে প্রতীকী ধর্মঘট পালন করছে বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
এই ধর্মঘটের ফলে আজ মঙ্গলবার সকাল থেকে খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে খুলনা বিভাগের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম জানান, দীর্ঘদিন ধরে খুলনা-যশোর-কুষ্টিয়ার সব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। কিন্তু কোনো সংস্কারকাজ না করায় প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা।
খুলনা-যশোরের ৬০ কিলোমিটার দূরত্বের পথ অতিক্রম করতে যেকোনো যানবাহনে তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় হচ্ছে। আবার অনেকে অতিরিক্ত ৫০ কিলোমিটার ঘুরে যাচ্ছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বৃষ্টির আগে মেরামত না করলে এই সড়ক এমনিতেই বন্ধ হয়ে যাবে।
সৈয়দ সাজ্জাদুল করিম আরো জানান, এ ব্যাপারে এরই মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ৩০ মার্চের মধ্যে সড়ক মেরামত করার দাবি জানানো হয়। অন্যথায় ৩ এপ্রিল একদিনের প্রতীকী ধর্মঘট করার ঘোষণা ছিল। কিন্তু সেই দাবির প্রতি কোনো গুরুত্ব না দেওয়ায় আজ তাঁরা ধর্মঘট পালন করছেন। এরপরও যদি সরকার সড়ক মেরামত না করে, তবে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।