সুন্দরবনে জিম্মি ১৭৮ বাওয়ালিকে উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে জিম্মি ১৭৮ জন বাওয়ালিকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ৫৫টি নৌকা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, বনদস্যু মোশারেফ বাহিনীর হাত থেকে নৌকাসহ জিম্মিদের উদ্ধার করা হয়।
গতকাল সোমবার খুলনার দাকোপ উপজেলার টেপার ভাড়ানি খাল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
আজ মঙ্গলবার কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিজি বেইস মোংলা থেকে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান চালানো হয়। বাওয়ালিদের জিম্মি করে ডাকাতরা ইঞ্জিনচালিত নৌকায় অবস্থান করছিল। ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। এই সময় কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান এবং ডাকাতদের আটকের জন্য ধাওয়া করেন। কিন্তু ডাকাতরা ইঞ্জিনচালিত নৌকা দিয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া বাওয়ালীদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে। উদ্ধার হওয়া বাওয়ালী ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদাচাই ফরেস্ট অফিসে হস্তান্তর করে কোস্ট গার্ড।