ট্রেনের বগি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আরেকজন ছিলেন অচেতন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহীগামী একটি ট্রেন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রেন থেকে অচেতন অবস্থায় আরেক যাত্রীকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে ওই দুজনকে উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম বাবলু (৫০)। তিনি রাজশাহীর আড়ানী হামিদকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে। বাবলু হলুদের ব্যবসা করতেন।
অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সেলিমকে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর রাহগ্রামের তাজুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হোদা জানান, সকালে ট্রেনের যাত্রীদের দেওয়া খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাঁর কাছে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে ওই ব্যক্তির পরিচয় জানতে পারে পুলিশ।
দুরুল হোদা আরো জানান, ওই ট্রেন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া আরেকযাত্রীকে উদ্ধার করা হয়। এ থেকে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েই মারা যেতে পারেন বাবলু।
বাবলুর মরদেহ রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর সেলিমকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।