পানির ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাটির নিচে পানির ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে নিহত শ্রমিক তোফাজ্জল ইসলাম। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাটির নিচে পানির ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম তোফাজ্জল ইসলাম।
এ ঘটনায় আরেক শ্রমিক তারু মণ্ডল আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর আল-আমিনের বাড়িতে পানির ট্যাংক নির্মাণ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জল ইসলাম। এ সময় তারু মন্ডল নামের অপর এক নির্মাণ শ্রমিক আহত হন।
এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন।