মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার ২৬ জনের

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নের চিহ্নিত ২৬ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনযাপনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার বিকেলে কাজীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তাঁরা পুলিশ সুপারের কাছে ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা দিয়েছেন।urgentPhoto
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার হামিদুল আলমের কাছে প্রতিজ্ঞা করে ২৬ জন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। মাদক ব্যবসা না করা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে লিখিত মুচলেকা দেন তাঁরা।
মাদক ব্যবসা না করার অঙ্গীকার করা ২৬ জনের মধ্যে ২১ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন কাজীপুর গ্রামের জালাল উদ্দীন, রতন, মজিবার রহমান, হাতেম আলী, মজনু, ঝন্টু, শরিফুল, আব্দুল হালিম, মোজাম, নিজাম, রুবেল, আওয়াল হোসেন, টুটুল, শিপন, সাজু, টবলু, দবির উদ্দীন, রফিকুল, হাড়াভাঙ্গা গ্রামের লাবলু, খবির উদ্দীন ও মাদুর আলী।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, কাজীপুর, হাড়াভাঙ্গা ও নওদাপাড়াসহ সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশের সহযোগিতা চান। সেই অনুযায়ী তাঁরা লিখিত মুচলেকা দিয়েছেন। এ বিষয়ে তাঁদের সহযোগিতা করা হবে। তবে তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। তাঁদের কাজকর্ম ও চলাফেরার খোঁজ রাখবে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল আলম স্বপন, কে এল এস এইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী, গাংনী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম ও ইউপি সদস্য মহিবুল ইসলাম। বক্তব্য দেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।