আদালতে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী

জঙ্গি তৎপরতায় অর্থ সহায়তার অভিযোগে আটক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় র্যাব হেফাজত (রিমান্ড) থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের আদালত ভবনে নেওয়া হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের খাস কামরায় তিন আসামি জবানবন্দি দিচ্ছেন বলে জানা গেছে।
urgentPhoto
এর আগে গত ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর দুর্গম লটমনি পাহাড়ে শহীদ হামজা ব্রিগেডের আস্তানায় অভিযান চালায় র্যাব। পরে আস্তানা থেকে আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৮ আগস্ট জঙ্গি তৎপরতায় অর্থ সহায়তার অভিযোগে তিন আইনজীবীকে ঢাকার ধানমণ্ডি থেকে আটক করা হয়। এ-সংক্রান্ত মামলায় চার দিনের রিমান্ড শেষে জবানবন্দি গ্রহণ করে রোববার জেলহাজতে পাঠান বাঁশখালী আদালত।
পরে অপর এক মামলায় গত সোমবার আসামিদের চট্টগ্রামের হাটহাজারীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় আল-মাদ্রাসাতুল আবু বকর থেকে শহীদ হামজা ব্রিগেডের ১২ সদস্য গ্রেপ্তার হয়।