জামালপুরে বন্যায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ বুধবার সকালে জেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার পানি ওঠায় জেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।
উজানে যমুনার পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ছে। শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দিদের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল খালেক জানান, বন্যার পানি ওঠায় গত সোমবার থেকে জেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বন্যার পানিতে ডুবে আছে ৩০ হাজার হেক্টরের বেশি রোপা আমন ফসল।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৬৪ টন চাল আর দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে।