বাল্যবিবাহের অভিযোগে কনের বাবা, বরসহ আটক ৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাল্যবিবাহের অভিযোগে আজ বুধবার ২৮ বছরের বেশি বয়সী বর, কনের বাবা এবং ওই বিয়ের স্বাক্ষীকে আটক করেছে পুলিশ। কাল বৃহস্পতিবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের পূর্ব মাতাপুর গ্রামের আব্দুর রশিদ তাঁর মাদ্রাসা পড়ুয়া ১৩-১৪ বছর বয়সী মেয়ের সঙ্গে একই গ্রামের পরপর দুই স্ত্রী বিচ্ছেদকারী আরিফুল ইসলামের সঙ্গে মঙ্গলবার গভীর রাতে এক লাখ টাকা দেন মোহরানায় বিয়ে দেন।
পুলিশ এ খবর জানতে পেরে আজ বুধবার সন্ধ্যায় ওই গ্রাম থেকে বর আরিফুল ইসলাম, মেয়ের বাবা আবদুর রশিদ ও ওই বিয়ের স্বাক্ষী একই গ্রামের শামীমকে আটক করে। আটক বরের এটি তৃতীয় বিয়ে বলে জানিয়েছে ওই কিশোরী বধূ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের কাল বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।