চিংড়ি ঘের থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোংলায় একটি চিংড়ি ঘের থেকে হাত ও পা বাঁধা অবস্থায় এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ওই লাশ উদ্ধার করা হয়।
ওই মাছ ব্যবসায়ীর নাম দেব রঞ্জন হালদার (৫৪)। মোংলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। ওই গ্রামেরই একটি চিংড়ি ঘের থেকে উদ্ধার করা হয় রঞ্জনের লাশ।
স্থানীয় বাসিন্দারা জানান, মাছ ব্যবসায়ী দেব রঞ্জন হালদারকে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে যায়। আজ শনিবার সকাল পর্যন্ত তাঁর কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দুপুরে দেব রঞ্জনের বাড়ির কাছে বিনয় মলঙ্গীর চিংড়ি ঘেরের লোকজন ঘেরের মধ্যে কাজ করার সময় গামছা ও একটি দড়ি দেখে সেটিকে টান দেন। রশিটি টান দিতেই ভেসে উঠে দেব রঞ্জন হালদারের পা। পরে স্থানীয় বাসিন্দা ও দেব রঞ্জনের স্বজনরা খবর দেওয়ার পর দুপুরেই ওই ঘের থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশটির মাথা নিচের দিকে এবং পা ছিল উপরের দিকে। লাশটি ইট ও বস্তা দিয়ে ডুবিয়ে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
দেব রঞ্জন হালদারের একমাত্র ছেলে পার্থ হালদার (২৬) জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকাল থেকে তাঁকে অনেক খোঁজাখুঁজির পর একটি চিংড়ি ঘের থেকে দেব রঞ্জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিঠাখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) আশিষ হালদার বলেন, ‘লাশটি যেভাবে পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে হত্যা করেই দেব রঞ্জনকে ফেলে রাখা হয়।’
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে কী ঘটেছিল।’
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি ইকবাল বাহার।