মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না : আইনমন্ত্রী

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২ থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, শ্রম আইন, বৈদেশিক সহায়তা আইন, রোহিঙ্গা ইস্যু, আদিবাসী ইস্যু, ন্যায়পাল প্রভৃতি বিষয়ে মতবিনিময় করেন।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল ন্যায়পাল বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো নয় বলে জানিয়েছেন। ন্যায়পালের পরিবর্তে দুর্নীতিবিষয়ক কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, মানবাধিকার কমিশনসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান পর্যবেক্ষণ সংক্রান্ত কাজগুলো করে থাকে। প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে সম্পূর্ণ স্বাধীন বলেও আইনমন্ত্রী প্রতিনিধিদলকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল উদ্বেগ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন কোনো প্রশ্ন তারা করেননি। তবে আমরা জানিয়েছি, তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।’
বাংলাদেশে ইউরোপীয় রাষ্ট্রদূত পিয়ের মায়ুদন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, নরওয়ে, ফ্রান্স ও তুরস্কের রাষ্ট্রদূতরা বৈঠকে উপস্থিত ছিলেন।