খুলনায় আ. লীগে কোনো বিভেদ নেই : এমপি মিজান

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই বলেন দাবি করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান। তাঁর দাবি, ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল তাঁদের সুসংগঠিত দলকে দ্বিধা-বিভক্ত করতে অপতৎপরতা চালাচ্ছে।
আজ মঙ্গলবার দুপরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিজানুর রহমান মিজান।
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, যারা দলকে বিভক্ত করতে অপতৎপরতা চালাচ্ছে তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতসহ স্বাধীনতারবিরোধী পক্ষ নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যার কোনো ভিত্তি নেই বলেও উল্লেখ করেন মিজানুর রহমান মিজান। এসব মিথ্যা ভিত্তিহীন গুজবে কর্ণপাত না করার জন্য তিনি খুলনাবাসীর প্রতি আহ্বান জানান।
দলের নেতাকর্মীদের উদ্দেশে মিজানুর রহমান মিজান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব গুজব রটনাকারী এবং ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। আর যারা দলের মধ্যে থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেখ হাসিনার নির্দেশনার প্রতি লক্ষ রেখে নৌকার পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সত্যকে সত্য বলুন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন, তাতে আপত্তি নেই।’ অহেতুক অসত্য সংবাদ প্রকাশ করে কারো সারাজীবনের অর্জন নষ্ট না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যারম্যান শেখ হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি কাজী আমিনুল হক, কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, হাফেজ মো. শামীম, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগ মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা সরোয়ার, শফিকুর রহমান পলাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।