গণঅভুত্থানে গুলিবিদ্ধ মোবারকের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ বনানী থানার ২০ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী মো. মোবারক হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২৪ মে) তারেক রহমানের নির্দেশে মোবারকের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যায় প্রতিনিধি দল। তারা জানান, মোবারকের চিকিৎসক জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
ছাত্র-জনতার গণঅভুত্থানে গত ২১ জুলাই কুড়িল চৌরাস্তায় গুলিবিদ্ধ হন মো. মোবারক হোসেন। অপারেশন পরবর্তী জটিলতায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও রিহ্যাবিলিটেশন টিমের আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহোযোগিতায় হাসপাতালে ছুটে যান বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, বিএমইউ ড্যাবের প্রেসিডেন্ট ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সেক্রেটারি ডা. ইরফানুল হক সিদ্দিকী।
সেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফুল ইসলাম মানিক, সার্জারি বিশেষজ্ঞ ডা. মীর রাশেখ আলম অভি, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসান, শসোমেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ডা. জহিরুল ইসলাম, শেবাচিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাসিবুর রহমান, ডা. মুননাসির জামান, ডা. মোহাম্মাদ ফাহিম, ডা. মাইদুল ইসলাম মুকুল, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের রাসেল হোসেন, ডা. ফারুক,শসোমেক ছাত্রদলের ফিরোজ আহমেদ, নাফিস বিন শামিম, আজহারুল ইসলাম হামীম, নাফিস মাহমুদ, নাজিউর নাইম, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি পাভেল খান, বনানী থানা ছাত্রদলের সহ সভাপতি লুতফর রহমান বাবর প্রমুখ।