ধর্মঘটে খুলনার পাটকল শ্রমিকরা

বকেয়া পাওনা পরিশোধ, মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
আজ বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজকের এই ধর্মঘটের ডাক দিয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে পাটকলের শ্রমিকরা কাজে যোগদান না করে মিল চত্বরে সমাবেশ ও মিছিল করে। পরে সবাই গিয়ে মিলিত হয় খালিশপুর পিপলস গোলচত্বরে।
সেখানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন। বক্তব্য দেন শ্রমিক নেতা সরদার মোতাহার উদ্দিন, হাবিবুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ।
ধর্মঘটের কারণে খুলনা-যশোর অঞ্চলে নয়টি পাটকলে কোনো উৎপাদন হচ্ছে না। যেসব পাটকলের শ্রমিকরা ধর্মঘটে শামিল হয়েছে সেগুলো হচ্ছে- খুলনার ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবলি জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, স্টার জুট মিল, ইস্টার্ন জুট মিল, আলিম জুট মিল, যশোরের জে জে আই জুট ও কার্পেটিং মিল লিমিটেড।