যমুনার পানি কমছে, ঘরে ফিরছে মানুষ

ফাইল ছবি
যমুনার পানি কমতে থাকায় সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। এমন পরিস্থিতিতে কিছু কিছু এলাকায় ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ।
গত সপ্তাহে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালী ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। পানি কিছুটা কমায় জেলায় ২৫টি ইউনিয়নে এখনো পানিবন্দি আছে আট হাজার মানুষ। তারা স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সে সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগ।
গতকাল বৃহস্পতিবার থেকে বন্যাকবলিত সব উপজেলাতেই সরকারি ত্রাণ বিতরণ শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নেই গঠিত হয়েছে মেডিকেল টিম।