ছোটখাটো নির্বাচনে না জড়াতে শেখ পরিবারের প্রতি মঞ্জুর আহ্বান

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আর এজন্য আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলেন এসব কথা বলেন বিএনপির মেয়র পদপ্রার্থী।
মঞ্জু বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে অধিক রাতে বৈঠক আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। এই শহরের মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। এবং ধানের শীষে ভোট দিতে তারা অভ্যস্ত। সেই শহরের মানুষদের রায়ের প্রতি যাদের আস্থা নাই তারা কানাগলি খুঁজছে। আমাদের আহ্বান থাকবে শেখ পরিবারের প্রতি, ছোটখাটো নির্বাচনে না জড়িয়ে জাতীয়ভাবে জাতীয় পর্যায়ের নির্বাচনের কথা ভাবার জন্য। কারণ অসৎ উদ্দেশে আওয়ামী লীগের অনেক প্রার্থী তাঁদেরকে ব্যবহার করতে চায়। তাঁরা যেন সেই অসৎ উদ্দেশ্যে অসৎ স্বার্থ রক্ষায় তাঁরা যেন ব্যবহৃত না হন, এই আহ্বান তাঁদের প্রতি আমাদের থাকবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মুখের চেহারা দেখেই বোঝা যায় কি একটা নির্দেশনা তাদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে।’
গতকাল রোববার রাতে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওমর ফারুকের বাড়িতে হামলা করা হয়েছে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, হামলাকারীরা অনেকগুলো মোটরসাইকেল নিয়ে আরেক নেতার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছে। এসব নানা কারণে বিএনপির এই প্রার্থী আবারও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। সেই সঙ্গে নিজের দাবির কারণ ব্যাখ্যা করেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি যে নয় দফা দাবি দিয়েছিল লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য তার কিছুই বাস্তবায়ন হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বিএনপির দাবি, আর এ থেকেই বোঝা যায় নির্বাচন কমিশন সরকার আজ্ঞাবহ হিসেবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।