আসামি ধরতে গিয়ে আহত পুলিশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/28/photo-1440762862.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, এ সময় দুটি হাতকড়া ও একটি ওয়্যারলেস সেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার মতিঝিল থানার চুরির মামলায় বড়তল্লা গ্রামের মকবুল হোসেনের (মগল মিয়া) বাড়িতে তাঁর ছেলে রুবেল মিয়াকে ধরতে যায় পুলিশ। এ অভিযানে ছিলেন মতিঝিল থানার এসআই মনিবুল ইসলাম ও আশুগঞ্জ থানার এসআই মো. ইদ্রিস মিয়া।
পুলিশ যাওয়ার পর রুবেল সেখান থেকে পালানোর চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে এসআই ইদ্রিস মিয়া আহত হন। এ ছাড়া রুবেলের ভাই বাবুল, লিটন ও মেম্বার বাদল আহত হয়। রুবেল পালিয়ে যায়।
এ সময় পুলিশের দুটি হাতকড়া ও একটি ওয়্যারলেস সেট আসামি রুবেল ছিনিয়ে নেয় বলে এসআই মো. ইদ্রিস অভিযোগ করেন। তিনি আরো জানান, একটি চক্র ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে আশুগঞ্জে এনে বিক্রি করে। রুবেল এর মধ্যস্ততা করে থাকে।
এদিকে রুবেলের ভাবী শাহিদা দাবি করেন, বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। পুলিশ কোনো পোশাক ছাড়াই রুবেলকে ধরে নিয়ে যেতে চাইলে লোকজন বাধা দেয়। তবে আমরা পুলিশের মালামাল ছিনিয়ে নেইনি।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসআই) মো. শাহরিয়ার আল মামুন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।