সাহেব নয়, মঞ্জু ভাই-ই থাকতে চান খুলনার নজরুল ইসলাম

সবুজ ও পরিচ্ছন্ন খুলনা শহর গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জেটের মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘গ্রিন খুলনা, ক্লিন খুলনা’ গড়ার লক্ষ্যে ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমসহ ২০ দলীয় জোটের নেতারা।
মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর ইশতেহারে বর্ণিত ১৯ দফা হলো : ১. মহানগরে নাগরিক শাসন প্রতিষ্ঠা, ২. নাগরিক পরিকল্পনার প্রবর্তন, ৩. নাগরিক মর্যদা ও সম্মান সংরক্ষণ এবং গুণীজন সম্মাননা, ৪. জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় সহনশীল শহর হিসাবে গড়ে তোলা, ৫. সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, ৬. শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা, ৭. মাদকবিরোধী খুলনা গড়ার অঙ্গীকার, ৮. নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, ৯. নগরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, ১০. মহানগরীর পার্ক-উদ্যান-বৃক্ষ সংরক্ষণ, ১১. ক্রীড়া, বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, ১২. ভেজালমুক্ত বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত, ১৩. মহানগরীর সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানি নিষ্কাশন, ১৪. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ১৫. খালিশপুর শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবন দানের পদক্ষেপ, ১৬. শিল্প ও কলকারখানা স্থাপনে সহযোগিতা দান, ১৭. সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন, ১৮. বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় ভূমিকা গ্রহণ এবং ১৯ নম্বর দফায় বিবিধ প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এর ভেতর যুক্ত করা হয়েছে ১৮টি প্রস্তবনা ।
লিখিত বক্তব্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার সন্তান হিসাবে তিনি এই নগরীকে সকল সুযোগ-সুবিধা সম্বলিত আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে চান। ঐতিহ্যবাহী খুলনার গৌরব ও মর্যাদা আরো উন্নত করতে চান। খুলনাবাসীর প্রাণের দাবী ও স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দিতে চান তিনি।
খোলামেলা কখা বলতে ভালোবাসেন উল্লেখ করে এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘সকলের সানুগ্রহ ও সমর্থনে মেয়র নির্বাচিত হলে নগর ভবন হবে জনতার ভবন, যে কোন প্রয়োজনে বাধাহীন ও শর্তহীনভাবে তাঁর সঙ্গে দেখা সাক্ষাৎ সহজতর রাখার জন্য মেয়রের দরজা সার্বক্ষনিক সকল নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে।’
নজরুল ইসলাম মঞ্জু বলেন, তিনি সাহেব হতে চান না, তিনি সব সময় চিরপরিচিত মঞ্জু বা মঞ্জু ভাই হিসেবেই থাকতে চান। তিনি জোর দিয়ে বলেন, তিনি মাঠের মানুষ, জনগনের মানুষ, জনসাধারণের সঙ্গেই তিনি থাকতে চান।
গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, তিনি বিশ্বাস করেন একমাত্র দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনই হলো রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই তিনি সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে তাঁর ক্ষমতার উৎস হবে খুলনা মহানগরীর সম্মানিত নগরবাসী।
সেইসঙ্গে সিটি করপোরেশনকে সংকীর্ণ গোষ্ঠীবাদী, কর্তৃত্ববাদী ও আমলাতান্ত্রিক ধ্যান ধারণার নিগড় থেকে মুক্ত করে শ্রেণি-পেশা, জাতি, ধর্ম, ধনী-দরিদ্র, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকদের প্রাপ্য সেবা তাদেরই অংশগ্রহনে এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করবেন বলেও জানান এই নেতা।