ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হয়েছে। তাই সীমিত পরিসরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে একপাশ দিয়ে যান চলাচল করায় সেতুর দুই পাশে এখনো দীর্ঘ যানজট রয়েছে।
urgentPhoto
আজ শনিবার ভোর ৫টা থেকে যান চলাচল শুরু হয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিলের বেইলি সেতু স্থাপন করার জন্য গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে যান চলাচল বন্ধ ছিল। এই পরিস্থিতিতে সেতুর দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে জানান,শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিলের বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হয়েছে। ভোর থেকে ফের যান চলাচল শুরু হয়েছে। তবে সেতুর ওপর বাড়তি চাপ যাতে না পড়ে তাই একপাশ দিয়ে যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এরপর পুরো সেতু উন্মুক্ত করে দেওয়া হবে। যান চলাচল বন্ধ থাকার সময়টুকু ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস সরাইল বিশ্বরোড পর্যন্ত এবং সিলেট থেকে ছেড়ে আসা বাস বিজয়নগর উপজেলার চান্দুরা পর্যন্ত আসতে পেরেছে। অনেক যাত্রী সেতুর এই পথটুকু নৌকা দিয়ে নদী পারাপার হয়েছে।