চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৫ ‘সদস্য’ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ কথা জানান।
আটক পাঁচজন হলেন—শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধেবারা গ্রামের মো. জিয়াউল হক ওরফে জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮), মো. বেলাদুল ইসলাম ওরফে বেলাল (৫০), মো. শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের মো. তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২) ও চাকলা গ্রামের মো. কামাল হোসেন (৩৫)।
র্যাব অধিনায়ক মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে বাজিতপুর কবরস্থানসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায় র্যাব। বাগানে বৈঠকের সময় পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি গুলি, ৮০০ গ্রাম গানপাউডার পাওয়া যায়।
মাহবুব আলম জানান, জিয়াউল রাজশাহী অঞ্চলের এক দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে মাঠ পর্যায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর অধীনে আরো কয়েকজন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে।