হরতালের প্রতিবাদে আ. লীগের ‘পশু মিছিল’

‘মানুষ মানুষকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারে। যার কোনো দোষ নেই, তাকে মরতে হয়। আর অন্যদিকে দেখুন বাড়ির গরুটা, মহিষটা, ছাগলটা। কয়েক পুরুষ ধরে আপনাকে নীরবে সেবা করে আসছে। পেট্রলবোমা হামলাকারীরা মানুষের কথা শুনছে না, তাই পশুদের দিয়ে ওদের বলাচ্ছি যে এসব বন্ধ করো।’
এনটিভি অনলাইনকে কথাগুলো বলছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
টানা অবরোধ, হরতাল ও পেট্রলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে জেলার গাংনী উপজেলায় ভিন্ন ধরনের সমাবেশের আয়োজন করে কৃষক লীগ। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা এতে অংশ নেন। সমাবেশে ‘যোগ দেয়’ হাজারখানেক গবাদি পশুও।
এসব গবাদি পশুর গায়ে লাগানো ফেস্টুনে লেখা ছিল ‘আমরা পশু, দুধ ও মাংস দিই, মানুষের উপকার করি’, ‘আমাদের রয়েছে মানবতা’, ‘দুনিয়ার পশুকুল এক হও, জামায়াত-বিএনপির বিরুদ্ধে লড়াই কর’, ‘যারা বোমা মেরে মানুষ খুন করছে, তারা মানুষ নয়, নরপশু’ প্রভৃতি। কেবল সমাবেশ নয়, এসব গরু, ছাগল, মহিষ, ভেড়া অংশ নিয়েছে মিছিলেও।
ওয়াসিম সাজ্জাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘পেট্রলবোমা নিক্ষেপকারীদের বিচার করা না হলে, ঢাকায় লাখো-কোটি গবাদি পশুর মহাসমাবেশ করা হবে। শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে এ মহাসমাবেশের মাধ্যমে ঢাকা অচল করে দেয়া হবে।’
বিষয়টি উল্লেখ করে গাংনীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
কীভাবে এত গবাদি পশু জোগাড় করলেন-জানতে চাইলে ওয়াসিম বলেন, ‘ব্যাপারটা টাকা দিয়ে মানুষ জমা করার মতো না। আমি গত ১০ থেকে ১২ দিন ধরে গাংনী উপজেলার ১৪৩টি গ্রামে গিয়েছি। গ্রামের বাড়ি বাড়িতে গবাদি পশু আছে। আমি ওদের মালিকদের বলেছি, অনেক হয়েছে, এবার পশুরা প্রতিবাদ করবে। তোমরা এদের নিয়ে উপজেলায় আসো। এরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে।’
সকাল ১০টায় শুরু হয় গাংনীর বাঁশবাড়িয়া ফুটবল মাঠে পশুদের জমায়েত। এরপর এদের নিয়ে মিছিল শুরু হয়, যা শেষ হয় উপজেলা পরিষদ শহীদ মিনারে এসে। আর সেখানেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। যেখানে বক্তারা পশুদের সামনে রেখেই বক্তব্য দেন।
এতটা সময়ে গবাদি পশুর খাবারের ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ওয়াসিম বলেন, ‘সচেতন মানুষরাই গাংনী বাজার থেকে ঘাস আর খাবার দিয়েছে।’
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নিশান সাবের, সহসভাপতি আল ফারুক, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, গাংনী উপজেলা যুবলীগের সহসভাপতি আমজাদ হোসেন প্রমুখ।