নারায়ণগঞ্জে ‘ইতিহাস কথা কয়’ আলোকচিত্রের প্রদর্শনী শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/29/photo-1440848450.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে নারায়ণগঞ্জ ক্লাব চত্বরে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। জেলা চেম্বার অব কমার্স ও বিকেএমইএর সহযোগিতায় আজ শনিবার দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
আলোকচিত্রের মাধ্যমে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পর্যন্ত ইতিহাস জানতে পারবে এ প্রজন্মের শিক্ষার্থীরা। একই সঙ্গে এ কর্মসূচিতে থাকছে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবসের অনুষ্ঠান, বর্ষা মৌসুম উপলক্ষে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
প্রদর্শিত আলোকচিত্রগুলো সংগ্রহ করেছেন চট্টগ্রামের ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’ নামের সংগঠনের সদস্য-সচিব সাহাবউদ্দিন মজুমদার। এটি তাঁর ৩৯৪তম প্রদর্শনী। একই আলোকচিত্র দিয়ে ইংল্যান্ড, ভারত, নেপাল ও ভুটানে প্রদর্শনী করেছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহীন আরা বেগম (শিক্ষা)।
৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।