বেনাপোলে ‘বঙ্গবন্ধু বিষয়ক প্রদর্শনী’

দেশবরেণ্য নাট্যশিল্পী, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদদের পদচারণে মুখরিত হয়েছে বন্দরনগরী বেনাপোল।
গতকাল শুক্রবার বিকেলে বেনাপোল ফুটবল মাঠে বঙ্গবন্ধু বিষয়ক প্রদর্শনী-২০১৫-এর আয়োজন করে পৌরসভা। আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্মৃতিচারণা করে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আবদুল জব্বার, বিশিষ্ট নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবি-সাহিত্যিক নির্মলেন্দু গুণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অগ্রসৈনিক হারুন হাবিব, বীরপ্রতীক কর্নেল সাজ্জাত জহির, লেখক ও অর্থনীতিবিদ ড. রমণী মোহন দেবনাথ, কবি সৈকত হাবিব, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও কবি অমিতাভ রায়।
বিভিন্ন স্কুল-কলেজের ১২০ জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর জীবনীর ওপর চিত্রাঙ্কন, কবিতা, রচনা, গান, ছবিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ২৪ শিক্ষার্থীর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন বিশিষ্টজনরা। পরে সন্ধ্যায় শিল্পী আবদুল জব্বার মুক্তিযুদ্ধবিষয়ক সংগীত পরিবেশন করেন।