বিজিবি-বিএসএফ সদস্যদের রাখিবন্ধন পালন

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে শুধু গোলাগুলি আর পতাকা বৈঠকের খবর শুনি আমরা। তবে এর বাইরেও তাদের জীবন আছে। সেই জীবনে আছে বৈচিত্র্য।
আজ শনিবার তেমনই এক বৈচিত্র্যময় দিন গেছে দিনাজপুরের হিলি সীমান্তে। বিজিবি-বিএসএফ সদস্যরা রীতিমতো রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করেছেন আজ।
আন্তর্জাতিক সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে এই রাখিবন্ধন উৎসবের কারণে কিছুক্ষণের জন্য হলেও দুই বাংলার মানুষ, বিজিবি-বিএসএফ এবং পুলিশ সদস্যরা মিলিত হন। বেলা ১২টায় চেকপোস্টের শূন্যরেখায় এই রাখিবন্ধন উৎসব উদযাপন করা হয়। উৎসবের আয়োজন করে হিলি বিএসএফ এবং স্থানীয় ধরন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বিএসএফ সদস্য ও ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্য, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ সদস্য ও স্থানীয়দের হাতে রাখি পরিয়ে দেন। পরে সেখানে শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।
উৎসবে উপস্থিত ছিলেন বিএসএফের কোম্পানি কমান্ডার পঙ্কজ, বিজিবির কোম্পানি কমান্ডার ফজলুর রহমান, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুজ্জামান ও নাসির উদ্দীন। এ ছাড়া হিলি প্রেসক্লাবে সভাপতি জাহিদুল ইসলামসহ দুই বাংলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।