সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত শফিকুল মণ্ডল (৩৬) জেলার উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা ও বমি করলে শফিকুলকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁর নামে অপহরণ, অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা বিচারাধীন ছিল।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, রাত সোয়া ৮টার দিকে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও রক্তচাপ কম থাকা অবস্থায় শফিকুলকে আনা হলে সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।