সিরাজগঞ্জে আলোচনায় বক্তারা
গুমের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিতর্কে জড়াচ্ছে

রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করা হচ্ছে। এতে একদিকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিতর্কে জড়িয়ে যাচ্ছে।
আজ রোববার সকালে সিরাজগঞ্জ শহরে আয়োজিত মানববন্ধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ সভার আয়োজন করে।
বক্তারা আরো বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনাম ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অধিকার-এর সিরাজগঞ্জ ডিফেন্ডার আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রভাষক আবদুল আওয়াল পাঞ্জা, অ্যাডভোকেট নাজমুল হাসান, রুকসানা ইসলাম জয়া প্রমুখ।