সিরাজগঞ্জে ছিনিয়ে নেওয়া আসামিকে ধরে পুলিশে হস্তান্তর

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার দুদিন পর ওই আসামিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
আটক তোজাম্মেল হক বকুলের (৪৫) বাড়ি সদর উপজেলার সারটিয়া গ্রামে। তিনি একটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আজ রোববার দুপুরে শিয়ালকোল ইউনিয়ন পরিষদে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় উত্তর সারটিয়া আমেনা মনসুর স্কুল মাঠে খেলা চলার সময় আসামি তোজামকে ডিবি পুলিশ আটক করে হাতকড়া পরায়। তাঁকে নিয়ে পুলিশ থানার উদ্দেশে রওনা হওয়ার কিছু পরই তাঁর আত্মীয়স্বজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর এবং মারপিট করে আসামিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় একই দিন রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ এর সহযোগীদের আটকের জন্য পুলিশ গত দুই দিন এলাকায় অভিযান চালায়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে আদালতে রিমান্ডের আবেদন জানায়।
এদিকে পুলিশের একাধিক অভিযানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে ছিনিয়ে নেওয়া আসামিতকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ রোববার সকালে এলাকা থেকেই তারা আসামি তোজামকে ধরতে সক্ষম হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে তোজামকে থানায় নিয়ে যায়।
আসামি হস্তান্তরের সময় ইউপি চেয়ারম্যান শাহজামাল আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, থানা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন সেখসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।