কেসিসি নির্বাচনে সরকার হারতে রাজি না : গয়েশ্বর

খুলনার সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সরকার হারতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভোটাররা ভোট যাকেই দিক ফলাফল পক্ষে নিতেই হবে, এমনটি মনে করে সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরের কেডিঘোষ রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় বললেন, গাজীপুরে নির্বাচন স্থগিতে রিট করা হলো। এটা তাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। হঠাৎ করে এটা হয়নি। খুলনা সিটি নির্বাচন স্থগিতের ব্যাপারেও তাদের একটা রিট করা আছে, যেটা কজলিস্টে প্রকাশ করা হচ্ছে না।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার ভোটে বিশ্বাসী না। খুলনাবাসী ভোট দিতে পারল কি, পারল না এটা তাদের কোনো বিবেচ্য বিষয় নয়। বর্তমান নির্বাচন কমিশন খুলনার জনগণের মতামতের সুষ্ঠু প্রয়োগ হোক বা না হোক তার প্রতি কোনো নজর নাই।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু ও বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
অপরদিকে দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন।
এস এম কামাল হোসেন বলেন, গয়েশ্বর রায় আর নজরুল ইসলামরা খোঁজ নিয়ে দেখেছেন তাঁদের ভোটের অবস্থা। তাঁরা জানেন তাঁদের জয় লাভের কোনো সম্ভাবনা নেই। তাই তাঁরা পালানোর জন্য বিভিন্ন ইস্যু খুঁজছেন।
কামাল হোসেন আরো বলেন, খুলনার ভোটাররা সচেতন। তারা হিসাব করে দেখেছে, গতবার তালুকদার আবদুল খালেককে ভোট না দিয়ে খুলনাবাসী ভুল করেছে। এবার সব শ্রেণির মানুষের মধ্যে নৌকায় জোয়ার সৃষ্টি হয়েছে।