২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আজ শনিবার বিকেলে চট্টগ্রামে ১৪ দলের ডাকা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন। ছবি : এনটিভি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামে ১৪ দলের ডাকা মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক সমাবেশে চট্টগ্রাম ১৪ দলের নেতা অ্যাডভোকেট আবু হানিফ, জসিম উদ্দিন ও হাসিনা মহিউদ্দিন বক্তব্য দেন।
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ২১ আগস্ট সেই নারকীয় ঘটনার ১১ বছর পরও বিচার ত্বরান্বিত না হওয়ায় চট্টগ্রাম ১৪ দল রাজপথে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং মামলা দ্রুত নিষ্পত্তি করা না হলে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী পদযাত্রাসহ কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।