ডিজেলের দাম কমানোর দাবি এফবিসিসিআই সভাপতির

ডিজেলের দাম কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সরকার ডিজেলের দাম না কমালে বেসরকারি খাতকে ডিজেল আমদানির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি রেশমশিল্পের উন্নয়নে টাস্কফোর্স গঠনেরও ঘোষণা দেন।
আজ রোববার দুপুরে রাজশাহীতে রেশমসহ অন্যান্য শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান এফবিসিসিআইর সভাপতি। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এফবিসিসিআই এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বাজারে ব্যাপক চাহিদা থাকলেও ঐতিহ্যবাহী রেশমশিল্প আজ অর্থের অভাবে ধুঁকছে। তবে এই শিল্পের উন্নয়নে সরকার এখন উদ্যোগী হচ্ছে। কিন্তু শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলেই চলবে না। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’ রেশমশিল্পের উন্নয়নে এফবিসিসিআই ও রাজশাহী চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে শিগগিরই টাস্কফোর্স গঠন করার ঘোষণা দেন তিনি।
সেমিনারে বক্তারা বলেন, ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হলে শিল্পকে বাঁচাতে হবে। আর শিল্প বাঁচলেই বাঁচবে রাজশাহী। রাজশাহীর প্রধান শিল্প রেশম এবং এই শিল্পের বিকাশের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি। সোনালি আঁশের মতো সোনালি রেশম গড়ে তুলতে হবে।
রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি মাহবুবুল আলম।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেশমশিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রেডরিক ন্যুউম্যান ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হোসেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম মোস্তফা কামাল এবং অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সেমিনারে এফবিসিসিআইর পরিচালক রুহুল আমীন, প্রবীণ কুমার এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া ও রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান ও সাবেক সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন রাজশাহীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও উদ্যোক্তারা।