রাতে কলেজছাত্রীর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাগেরহাটের মোংলা পৌরসভায় এক কলেজছাত্রীর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেছে বখাটেরা। এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সোহেব, আবু বকর সিদ্দিক ওরফে আবির ও মো. শফিকুল ইসলাম। তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মোংলা পোর্ট পৌরসভার ওই তরুণী (২০) কলেজে পড়েন। কলেজে যাতায়াতের পথে তাঁকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সোহেব (২০) এবং তাঁর সহযোগী আবু বকর সিদ্দিক ওরফে আবির ও মো. শফিকুল ইসলাম। ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্ন সময়ে বিরক্ত করার পাশাপাশি অপহরণের হুমকি দেন সোহেব ও তাঁর সহযোগীরা।
বিষয়টি ওই ছাত্রী তাঁর পরিবারকে জানালে পরিবারের অভিভাবক সোহেব, আবির ও শফিকুলের অভিভাবকদের জানিয়ে সতর্ক করেন। এতে আরো বেশি ক্ষিপ্ত হন সোহেবরা। সোহেব তাঁর সহযোগী আবির ও শফিকুলকে নিয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পরিবারসহ আশপাশের লোকজন ছুটে আসে। তারা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আজ রোববার সকালে কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় সোহেব, আবির ও শফিকুলকে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।