ছেলের শোকে বাবার আত্মহত্যা!

বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের একটি খেঁজুরগাছের পাশ থেকে মহর আলী ফকির (৮০) নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। একমাত্র ছেলের শোকে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে পাশের বাড়ির একটি খেঁজুরগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মহর আলী ফকির। সকালে পরিবার ও আশপাশের লোকজন ওই গাছের সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় মানসিক ভারসাম্যহীন থাকায় বৃদ্ধ মহর আলী আত্মহত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, তিন বছর আগে একমাত্র ছেলে মারা যাওয়ার পর থেকে মহর আলী ফকির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি পাঁচবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন।
এসআই গোলাম মোস্তফা জানান, পরিবারের সদস্যদের আবেদন ও মানসিক ভারসাম্যহীন হয়ে আত্মহত্যা করার কারণে লাশের ময়নাতদন্ত হয়নি। বিকেলেই বৃদ্ধের লাশ দাফন সম্পন্ন হয়েছে।